হবিগঞ্জ প্রতিনিধি::মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) এম সাইফুর রহমান টাউন হলে দুপুর ১ টায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান ও পিপি এডভোকেট আকবর হোসেন জিতু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রউফ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভার শুরুতে পবিত্র কোরআন হতে তেলওয়াৎ করেন মুফতি বেলাল আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস। সিদ্ধার্থ বিশ্বাসের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশন করেন হবিগঞ্জের স্থানীয় শিল্পীবৃন্দ।
সভায় ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা পদক ও উপহার প্রদান করা হয়।