বিশেষ প্রতিনিধি: মহান বিজয় দিবসে উপলক্ষে চুনারুঘাট উপজেলার শানখলা মোল্লা বাড়ীর জনাব এস এম আমিন মিয়া (সৈয়দ মিয়া) এর পুত্র জনাব আ.ফ.ম সিরাজুল ইসলাম (শামীম), ডেপুটি ম্যানেজার, সাধারণ,বীমা কপোর্রেশন,ঢাকা, এলাকার শীতার্তদের মাঝে নিজ উদ্যোগ কিছু কম্বল বিতরণ করেন।
এ সময় তিনি জানান নিজ উদ্যেেগ এবং নিজস্ব চিন্তা-ধারা থেকেই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন করেছেন।
সমাজের প্রত্যেকেই নিজ উদ্যোগে গরীব অসহায়দের সহায়তা করলে দু:স্হদের দু:খ-কষ্ট অনেকাংশেই দুর হবে। তাঁর এই স্বল্প প্রয়াস যেন দিনে দিনে বৃদ্ধি পায় এজন্য সবার দোয়া কামনা করেন।