সংবাদদাতা : দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছেন অরানৈতিক সামাজিক সংগঠন দূরদৃষ্টি। লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভূমাপুর গ্রামে ২শতাধিক শীতার্থর ব্যক্তির মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলঞাজ্ব মহরম আলী, মোঃ আব্দুর রশিদ, নূর উদ্দিন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবগ।
দূর দৃষ্টির পক্ষে থেকে উপস্থিত ছিলেন-মনিরুল ইসলাম, গোলাম মোক্তাদির রাব্বি, সুজন চন্দ্র দাস, ফেরদৌস রুবেল, ছাদিকুল হক, তাসনিম ফাতেমা, আফসানা ইতি, মামুন রকি, বেলাল শাহীণ, মিষ্টি মামুন, জাবেদ বিজন, সোয়েব, সাগর প্রমূখ।