এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইদলের সংঘর্ষে একই পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সুত্র জানায়, ওই গ্রামের সত্তার মিয়া, আব্দুল কাইয়ুমের সাথে প্রতিবেশী আব্দুল হাইয়ের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উলেখিতরাসহ ১০ থেকে ১২ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল হাইয়ের বাড়িতে হামলা চালায়।
এসময় দুইপক্ষে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল হাই (৬০), তোফাজ্জল (২৫), অলিমা আক্তার (২০) ও মিনারা খাতুন (৪৫) আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।