বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১১ বোতল ভারতীয় অফির্সাস চয়েজ মদসহ মাদক ব্যবসায়ী মাসুক মিয়া (৩৫) আটক করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামের আবদুর রহিমের ছেলে।
সোমবার রাত সাড়ে ১০টায় বিশ্বনাথ উপজেলার মিয়ারবাজার এলাকা থেকে তাকে আটক আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনি মামলার প্রস্তুতি চলছে। মঙ্গরবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।