ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০টি ঘরবাড়ি ভাংচুর করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার সিঙ্গারবিল গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়ার বাড়িতে একটি অনুষ্ঠানে গান বাজানো নিয়ে ইব্রাহিম মিয়ার সমর্থকদের সঙ্গে একই গ্রামের কবির মিয়ার সমর্থকদের বাকবিত-া হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামলা পাশা জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ৮ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।