খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাট পৌর নির্বাচনে ২ জন মেয়র, ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের ১৩ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দা দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৮টায় থেকে বিকাল ৫টা পর্য়ন্ত উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসারের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দা প্রদান করেন।
এতে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাইফুল আলম রুবেল (নৌকা) ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন (ধানের শীষ) প্রতীক পেয়েছেন।
এদিকে সংরক্ষিত মহিলা আসনের ১, ২ ও ৩ ওয়ার্ডের প্রার্থীরা হলেন দিপ্তী রাণী দাস (কাঁচি), মোছাঃ আয়েশা আক্তার (পুতুল), মোছাঃ ছালেহা খাতুন (আঙ্গুর), মোছাঃ জেসমিন আক্তার (মৌমাছি), মোছাঃ মাসকুরা বেগম (ভ্যানটি ব্যাগ), ৪, ৫ ও ৬ ফেরদৌস বকুল (আঙ্গুর), আমিনা খাতুন (পুতুল), মোছাঃ রোকেয়া হক (কাঁচি), ও ৭, ৮ ও ৯ ওয়ার্ডের মোছাঃ সাহেনা খাতুন (আঙ্গুর), মোছাঃ জেছমিন আক্তার (পুতুল), রাহেনা খাতুন (ভ্যানিটি ব্যাগ), মোছাঃ সেলিনা আক্তার (মৌমাছি), মীর সুফিয়া আমিন বেবী (কাঁচি)
এবং কাউন্সিলর পদে প্রতীক পেলেন যারা- ১নং ওয়ার্ড মোঃ তাজুল ইলাম কাজল (উটপাখি), সৈয়দ বজুলর রশীদ (পাঞ্জাবী), মোঃ শামীম লস্কর (ফাইল ক্যাবিনেট), মোঃ ফারুক মিয়া (ডালিম), মোস্তাফিজুর রহমান তালুকদার (গাজর), রমিজ আলী (পানির বোতল), ২নং ওয়ার্ড মোঃ তাজুল ইসলাম (উটপাখি), মোঃ আব্দুল হান্নান (পাঞ্জাবী), মোঃ ফারুক উদ্দিন (টেবিল ল্যাম্প), মোঃ আঃ রশিদ (ডালিম), মোঃ আকতার আলী (গাজর), ৩নং ওয়ার্ড মোঃ রইছ উল্লা (পানির বোতল), মোঃ আহাদ আলী (ডালিম), মোঃ মারুফ মিয়া চৌধুরী (পাঞ্জাবী), মোঃ রহম আলী (পানির বোতল), মোঃ রুশন আলী মীর (উটপাখি), আঃ রহমান তালুকদার (টেবিল ল্যাম্প), ৪নং ওয়ার্ড মোঃ ইমদাদুল হক সেলিম (উটপাখি) প্রতীক, মোঃ হাবিব উলা (পাঞ্জাবী), অসিম কুমার দেব (ডালিম), মোঃ আব্দুল হক (পানির বোতল), ৫নং ওয়ার্ড সৈয়দ মাসুদুর রহমান (টেবিল ল্যাম্প), আঃ খালেক আলীই মিয়া (উটপাখি), মোঃ ছিদ্দিক আলী (পানির বোতল), মোঃ মহিবুল হাসান (ডালিম), মুনায়েম চৌধুরী (পাঞ্জাবী), ৬নং ওয়ার্ড মোঃ কদ্দুছ আলী (ডালিম), মোঃ শফিক মিয়া (উটপাখি), মোঃ মর্তুজ আলী (পাঞ্জাবী), মোঃ আমির আলী (টেবিল ল্যাম্প) , মোঃ আব্দুল জলিল (পানির বোতল), ৭নং ওয়ার্ড কামাল উদ্দিন মিলন (উটপাখি), রুশন আলী (পাঞ্জাবী), আরজু মিয়া (ডালিম), আছকির মিয়া ভান্ডারী (পানির বোতল), ৮নং ওয়ার্ড মোঃ ওয়াহেদ আলী (উটপাখি), হরমুজ আলী (ডালিম), মোঃ লাল মিয়া (পানির বোতল), শেখ মোঃ সাইফুল ইসলাম (পাঞ্জাবী), শফিক মিয়া (টেবিল ল্যাম্প), মোঃ দেলোয়ার হোসেন (গাজর), মোঃ আব্দুল হামিদ (ঢেঁরশ), এবং ৯নং ওয়ার্ড মোঃ ইউনুস আলী (পাজ্ঞাবী) ও মোঃ কতুব আলী (উটপাখি)।
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা প্রচারনায় মাঠে নেমেছেন। শুরু হয়েছে লিফলেট বিতরন, পোষ্টারিং, মাইকিং এবং পোষ্টারে চাদরে ডেকেগেছে পৌর শহর।