মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র মডেল থানার সামনে থেকে ফিল্মি স্টাইলে বানিয়াচঙ্গের দুবাই প্রবাসীর স্ত্রী’র লাখ টাকা ভর্তি ভ্যানেটি ব্যাগ প্রকাশ্যে ছিনতাই করে চম্পট দেয় এক দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টায়। অজ্ঞাত ব্যাক্তি কে আসামী করে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করা হয়।
জানাযায়, বানিয়াচং উপজেলার কুর্শিকাগাউড়া গ্রামের দুবাই প্রবাসী মোঃ ইদ্রিস মিয়া’র স্ত্রী পারভীন আক্তার (৩০) দুবাই থেকে স্বামীর পাঠানো টাকা উত্তোলন করতে তিনি সোমবার সাকালে সোনালী হবিগঞ্জ শাখায় আসেন।
সকাল ১১টায় পারভীন ব্যাংক থেকে একলাখ টাকা উত্তোলন করে নিজের ভ্যানিটে ব্যাগে নিয়ে বাড়ি ফেরার উদ্যেশে ব্যাংক থেকে বেড়িয়ে আসেন। প্রধান সড়কে আসার পর পরই পূর্ব থেকে ওৎ পেতে থাকা এক দুর্বৃত্ত পারভীনের হাতে থাকা ভ্যানেটি ব্যাগ নিয়ে চম্পট দেয়। পারভীন চিৎকার করলে কেউ দুর্বৃত্তকে পাকড়াও করতে পারেন না।
পারভীন আক্তার বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে হবগিঞ্জ সদর থানায় একটি অবিযোগ দায়ের করেণ।