হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে ইয়াং টাইগার অনুর্ধ-১৬ ক্রিকেটের সিলেট অঞ্চলের খেলায় অংশ নিতে হবিগঞ্জ জেলা দল মৌলভীবাজার গিয়েছে। আজ বুধবার মৌলভীবাজর স্টেডিয়ামে হবিগঞ্জ দল সুনামগঞ্জ জেলার বিপক্ষে খেলবে।
গতকাল বিকেলে এ উপলক্ষে আধুিনক স্টেডিয়ামে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, আবুল কালাম, দলের ম্যানেজার হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, কোচ ঝন্টু ও আম্পয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক মকসুদুর রহমান উজ্জল। অভিভাবক হিসাবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্যে নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল আগামীতে ক্রিকেটদলকে সহায়তার আশ্বাস দেন। পরে প্রধান অতিথি আনন্দ বিদ্যা নিকেতন অনন্তপুরের সৌজন্যে অনুর্ধ-১৬ দলের জন্য প্রদত্ত জার্সি খেলোয়াড়দের মাঝে বিতরণ করেন।