স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা কমলপুর গ্রামে চাচা ও তার দলবলের হামলায় ভাতিজিসহ দুই মহিলা আহত হয়েছে। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায় ওই গ্রামের জলিল মিয়ার সাথে আব্বাস আলীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গতকাল ওই সময় আব্বাস আলী ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জলিল মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় জলিল মিয়ার স্ত্রী আব্বাস আলীর ভাতিজি বিউটি আক্তার (২৫) ও ইউসুব আলীর স্ত্রী হাজেরা খাতুন (৪০) বাঁধা দিলে তাদের পিঠিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।