এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিধু ঘোষ (৮০) নামের এক মৃত ব্যক্তিকে নিয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। মৃত ব্যক্তি শহরের ঘোষপাড়া এলাকার দয়াল ঘোষের পুত্র বলে জানা গেছে।
বাধর্র্ক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২ নভেম্বর হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন বিধু ঘোষ।
গতকাল সকাল ১০টায় তিনি মারা যান। কিন্তু তার কোন স্বজনকে খোঁজে না পাওয়ায় হবিগঞ্জ সদর হাসপাতালে বেওয়ারিশ হিসেবে তার দেহ পড়ে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাপারটি হবিগঞ্জ সদর থানাকে অবহিত করেন। খবর পেয়ে এসআই গোলাম মোস্তফাসহ একদল পুলিশ লাশের সুরতহাল তৈরি করেন। অনেক খোঁজাখুজির পরও তার স্বজনদের সন্ধান পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রয়েছে। মৃত ব্যক্তির ওয়ারিশান না পাওয়ায় তার দেহ সৎকার নিয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে।