মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জের পল্লীতে কুলাঙ্গার পুত্রের প্রহারে আহত গর্ভধারিণী মা কে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে শনিবার সকাল ১০টায়। জানাযায়, ওই গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী লংফুল চান বিবি (৬০) কে শনিবার সকলে খড় শুকাতে বলে তার পুত্র লকুজ মিয়া।
এ নিয়ে মা ছেলের মাঝে বাকবিন্ডার শুরু হয়। এক পর্যায়ে কুলাঙ্গারপ্র“ত্র লকুজ মিয়া লাঠি দিয়ে গর্ভাধারিণী মাকে বেধড়ক ভাবে পিটিয়ে আহত করে। মায়ের শুর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুত্রের রোষানল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেণ।