মোঃ রহমত আলী ॥ বছর ঘুরে আবারো ফিরে এল বিজয়ের মাস। আর বিজয়ের মাস এলেই লাল সবুজের জাতীয় পতাকার কদর একটু বেড়ে যায়। তাই মৌসুমী ব্যবসায়ীরা শহর ও গ্রামগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরে পতাকা বিক্রি করছেন।
ব্যবসায়ীরা বিভিন্ন আকৃতির পতাকা বিক্রি করছেন। তবে দৈর্ঘ ও পস্থের অনুপাত ১০:৬ এবং লাল বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘের পাঁচ ভাগের এক ভাগ হিসেবে মাপ ও রং ঠিক থাকুক আর নাইবা থাকুক ক্রেতারা এসব বিষয় নিয়ে তেমন একটা দেখেন না। এতে পতাকা বিক্রি করতে ব্যবসায়ীদের তেমন কোন সমস্যা হয়না।
শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ ক্যাপাসে কথা হয় বানিয়াচঙ্গের জামারপুল গ্রামের পতাকা ব্যবসায়ী সবুজ আহমদের সাথে। সে জানায় মওসুম আসলে পতাকার চাহিদা বেড়ে যায়। প্রতিদিন ৮শ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারি।