একটি ফুটফুঁটে ভূখন্ড পেটে নিয়ে
কাতরাচ্ছে দেশ মাতা।
একটি পরিবারের সামনে বুলেট ধরেছে
পাকিস্তানি সেনারা।
বাবা চাইছেন জীবন গেলেও সন্তান বাঁচুক
সন্তান চাইছে বাবা- মা বাঁচুক।
কিন্তু নির্বাক নদী – নালা, খাল-বিল
জানতনা তাদের পানিতে রক্ত স্রোত বইবে।
সেদিন ছিল পাকিস্তানি বুলেটের আঘাতের রক্ত
সে রক্ত ছিল নদী পাড়ের মাঠের কৃষকের।
রক্তের বদলে পাওয়া এ জন্মভূমি
যার জন্য এ মাটিকে সইতে হয়েছিল
নিরীহ মানুষের কবরের যন্ত্রনা।
একটি ভূখন্ড জন্ম নেয়ার আগে
সেখানকার প্রতিটি জীবন অনিরাপদ।
ভূখন্ডে নেমেছে যমদূত
প্রতিটি বুলেটের শিকার হচ্ছে মানুষ।
কেউর কবর জুটেছে
আর কেউ হয়েছেন কুকুর – শুকুনের
প্রাণভেদী চিৎকারগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছে
এভাবেই রাতদিন সমান তালে হত্যাযঙ্গ
মেতে উঠেছিল ৭১রে।
পাকিস্তানি খাকি পোষাকদারী
দেশের শত্র“ চেনাযায়
কিন্তু বাড়ি ঘরের শত্র“দের চেনা যায়নি।
কারণ তারা রাজাকাররা পাকিস্তানের সেনাদের নিয়ে
মুক্তিযোদ্ধাদেরকে খুজে খুজে বের করে হত্যা করে।
কিন্তু তারা ছিল এদেশের মাটি ও মানুষের
তারা লোভে পরে বাংলাদেশের নেমকহারামজাদা হয়।
একপাল্লায় বুকের তাজা রক্ত অন্য পাল্লায় ১৬ ডিসেম্বরের স্বাধীনতা
এমনি একলগ্নে পাড় হচ্ছিল এদেশ।
ঠিক এমন সময় বয়স আমার ৬ দীর্ঘ ৯ মাস যোদ্ধের পর হঠাৎ ঘোষণা শুনি
স্বাধীন বাংলাদেশ।