এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে শিফা আক্তার (৬) নামে এক শিশু আগুনে জ্বলসে গেছে। সে ওই গ্রামের কাসেম আলীর কন্যা। গতকাল শুক্রবার বিকালে বাড়ির উঠোনে খেলা করার সময় অসাবধনতাবশত চুলোর আগুন তার জামায় জড়িয়ে যায়।
এতে তার শরীর জ্বলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।