নিজস্ব প্রতিনিধি : মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় স্থাপিত মার লিমিটেড কোম্পানির বিরুদ্ধে পরিবেশ দূষনের অভিযোগ এনে বিক্ষুব্ধ গ্রামবাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় ৭টি গাড়িসহ অফিসের দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। হামলায় কোম্পানির কর্মকর্তা-কর্মচারীসহ ১৫ জন আহত হন। শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আখতার হাসান উদ্দিন জানান, কোম্পানির ইটিপি (বর্জ্য পরিশোধনাগার) পরীক্ষামূলক চালুর উদ্যোগ নেন। এ সময় পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দারা লাঠিসোটা নিয়ে কোম্পানিতে হামলা করে। এতে তাদের ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
মাধবপুর থানা পুলিশের ওসি মোল্লা মনির হোসেন জানান, হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কোম্পানি কর্তৃপক্ষ জানায়, ২০১৪ সালে মার কোম্পানি উৎপাদন শুরু করে। এখানে ভূট্টা থেকে স্টার্চ কেমিক্যাল উৎপাদন করা হয়। যা দিয়ে গার্মেন্ট, ওষুধসহ বিভিন্ন কোম্পানিতে ব্যবহার হয়। কোম্পানি চালুর শুরুতে তারা ইটিপি নির্মাণ করলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা চালু করতে পারেনি।
এলাকাবাসী অভিযোগ করেন, অপরিশোধিত বর্জ্য পার্শ্ববর্তী খালের মাধ্যমে নদীতে ফেলা হয়। এতে আশপাশের গ্রামগুলোতে দুর্গন্ধ ছড়ানো ছাড়াও হাঁস, মুরগি ও গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষও।