বিনোদন ডেস্ক : ২০১৫ সালের ‘ফোর্বস’ ইন্ডিয়া সেলিব্রিটি ১০০ জনের তালিকায় নিজের হারানো জায়গায় ফিরে এলেন বলিউড বাদশা শাহরুখ খান। গত বছর তিন নম্বরে নেমে গিয়েছিলেন শাহরুখ। এ বছর আবার এক নম্বরে উঠে এলেন তিনি। আর জনপ্রিয়তায় আবারো সালমানকে টপকে গেলেন শাহরুখ। কারণ এবার দ্বিতীয় স্থানে রয়েছেন সালমান। তৃতীয় স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন।
শাহরুখের বার্ষিক আয় ২৫৭.৫ কোটি টাকা। গত চার বছরের ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি তালিকার নিরিখে যা রেকর্ড। শুধু তাই নয়। শাহরুখের সম্পত্তির পরিমাণ ২,৮১৯ কোটি। যা তালিকার একশো জন সেলিব্রিটির আয় যোগ করলে যা দাঁড়ায় তার নয় শতাংশ।
এই বছর প্রথম বারের জন্য প্রথম পাঁচে উঠে এসেছেন আমির খান। তাছাড়া এই বছর তালিকায় রয়েছেন ১৪ নতুন মুখ। তালিকায় এসেছেন মাধুরী দীক্ষিত ও আলিয়া ভাট।