এস এইচ টিটু : হবিগঞ্জের বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী তাজুল ইসলাম ফারুকের রুহের বিধেয়ী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-দোয়া ও কুলখানী (চল্লিশা)অনুষ্ঠিত হয়।
শুক্রবার নূরপুর জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।এবং মরহুম কাজী তাজুল ইসলাম ফারুকের বাড়ীতে কুলখানী (চল্লিশা)অনুষ্ঠিত হয়।
উক্ত কুলখানী (চল্লিশা)অনুষ্টানে ঢাকা, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন রাজনৈতিক,সাংবাদিক, সামাজিক সংগঠন ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হন।
পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে শুরু হয় মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব।
পবিত্র মিলাদ শরিফ পাঠ ও দোয়া পরিচালনা করেন করেন মৌলানা সৈয়দ মোফাসির আহমেদ।
পরিশেষে মরহুম কাজী তাজুল ইসলাম ফারুকের বড় ছেলে কাজী আদনান বাবার কুলখানি অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়াতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার মরহুম বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।