শাহীন আহমেদ, শায়েস্তাগঞ্জ।।
শায়েস্তাগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের দেউন্দি ক্রসরোডে মাইক্রো- সিএনজি সংর্ঘষে একজন নিহত, শিশু মহিলা সহ ৫জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায় বৃহ:বার সকাল ১০টায় শাকির মোহাম্মদ থেকে যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জেরর উদ্যেশে ছেড়ে সিএনজিটি (হবিগঞ্জ থ ১১ – ০৯৭৪) উল্যখিত স্থানে পৌছলে সিলেট গামী মাইক্রো ( ঢাকা মেট্রো চ ১১-৫৪৯৩) সিএনজিটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানিয় লোকজন আহতদের উদ্দার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।
হাসপাতালে নেয়ার পর সিএনজি চালক উলুকান্দি গ্রামের কাউছার (৩৫) মারা যায়।
আহতরা হলেন ইলিয়াছ মিয়া(২৬) শাকির মোহাম্মদ, তৌফিক আহমেদ(২৫) চুনারুঘাট, সুমনা আক্তার (৩০) পঞ্চাশ, আসমা বেগম (২৬) নিশাপট ও তার শিশু সন্তান জমিম উদ্দিন ৩মাস।
এদিকে, স্থানীয় সিএনজি শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহমদ খান, শায়েস্তাগঞ্জ পৌ্রসভার মেয়র প্রার্থী মোঃ ছালেক মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে উত্তেজিত শ্রমিকদেরকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ইয়াসিনুল হক ও হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম হতাহতের বিষয়টি দৈনিক শায়েস্তাগঞ্জ কে নিশ্চিত করেছেন।