এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার চন্দনিয়া গ্রামে স্বামী জয়তুন বিবি (২৫) নামের এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ভোরে ঘটনা ঘটে। মুমূর্ষূ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে ওই গ্রামের আব্দুস সালামের ২য় স্ত্রী। আহত সুত্রে জানা যায়, জয়তুন বিবিকে পায়ই উত্রক্ত করতো একই গ্রামের সুন্দর আলীর পুত্র কুনু মিয়া (৫০)। বিষয়টি জয়তুন তার স্বামীকে জানালে কুনু মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কৌশলে দরজা খোলে জয়তুন বিবিকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে লম্পট কুনু মিয়া আত্মগোপন করেছে।