হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জ জেলার মাধবপুরে ভ্রামমান আদালতের মাধ্যমে এক মাতালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রামমান আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহম্মদ রাশেদুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির (টুআইসি) কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের মৃত আঃ শহিদের পুত্র মাসুক মিয়াকে মাতাল অবস্থায় তার বাড়ী থেকে আটক করে।পুরে বুধবার সকালে মাতাল মাসুক মিয়াকে ভ্রামমান আদালতের বিচারকের মুখোমুখি করা হলে ভ্রামমান আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম তাকে মদ পান করার দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।