স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাটে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-বুধবার (৮ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে তেলিয়াপাড়া বিওপির নায়েক সুবেদার সেলিম উল্লাহের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ১৫ নং ন্যাশনাল চা বাগান এলাকা থেকে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
উদ্ধারকৃত মাদকের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৫ শ টাকা। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চিমটিবিল বিওপির হাবিলদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবির একটি দল চুনারুঘাট উপজেলার খাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার টাকার মূল্যেও ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।বিজিবির পৃথক অভিযানে উদ্ধারকৃত ২৩ বোতল ভারতীয় মদের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৫শ টাকা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।