তোফাজ্জল হোসেন : মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে হানিফ (ঢাকা মেট্রো-ব-১৭-৭১৭৪) বাস পিছন দিয়ে মাইক্রো (ঢাকা মেট্রো-গ-১৩-১৭৮৯) কে ধাক্কায় দিলে এতে ৭ জন আহত হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর বাস স্টেন্ড এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় জনতা আধাঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ আসলে অবরোধ নিয়ন্ত্রনে আনা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।