মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : সরকারের বিভিন্ন সেক্টরে প্রভুত সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত করন এবং উন্নয়ন কার্যকমে সম্পৃক্ত করনের লক্ষে বিশেষ প্রচার অভিযান কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় শুরুতেই এক বিশাল র্যালী শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা, উদ্বুদ্বকরন সঙ্গীতানুষ্টান অনুষ্টান ও চলচিত্র প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী নায়েব আলীর পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ টি এম নুরুল ইসলাম খেজুর, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, অর্থ সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ।