শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনে যাত্রী নিরাপত্তায় বসানো হযেছে সিসি ক্যামেরা। ৮টি ক্যামেরা দৃশ্য তিনটি মনিটরের মাধ্যমে পর্যবেক্ষন করা হচ্ছে।
এছাড়া রেলওয়ে যাত্রীসেবা সপ্তাহ-২০১৫ উপলক্ষে পুরো রেলস্টেশন এলাকায় পরিস্কার পরিছন্ন অভিযান করা হচ্ছে।
স্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম বলেন, গত সেপ্টেম্বর থেকে পরীক্ষামুলক সিসি ক্যামেরা দিয়ে যাত্রীদের নিরাপত্তা পর্যবেক্ষন করা হচ্ছে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের সার্বিক চেষ্টায় ৮টি সিসি ক্যামেরা আর তিনটি মনিটর বসানো হয়েছে।
তিনি আরো জানান, রেলওয়ে প্লাটফর্মের গুরুত্বপূর্নস্থান ও টিকিট কাউন্টারে বসানো হয়েছে ক্যামেরা । মাষ্টার রুম থেকে করা হচ্ছে। এ ক্যামেরাগুলো স্থাপনের ফলে টিকিট কালোবাজারী হ্রাস পেয়েছে। কমছে অপরাধ প্রবণতা ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, ফাঁড়িতে পুলিশ সদস্য সংখ্যা কম। যাত্রীসেবা নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয়। এখন আর এ সমস্যা হচ্ছে না। কারণ সিসি ক্যামেরায় জংশনের গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে।