শামছুল ইসলাম মিটুন শায়েস্তাগঞ্জ থেকে : শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলে পিএসসি ও জেএসসিতে এবার শতভাগ পাশ।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৮৬ জন পরীক্ষার্থী। এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১৪০ জন পরীক্ষার্থী।
পিএসসিতে তাদের রেজাল্ট নিম্নরুপ:
২৪ টা A+
৫৭ টা A
৫ টা A-
সর্বোপরি শতভাগ পাশ।
জেএসসিতে তাদের রেজাল্ট নিম্নরুপ:
৩৮ টা A+
৫৯ টা A
১৫ টা A-
২০ টা B
৮ টা C
সর্বোপরি শতভাগ পাশ।