খন্দকার আলাউদ্দিন ॥
আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেট বিভাগের অধীন অনুষ্ঠিতব্য ১৬টি পৌরসভার আওয়ামীলীগ মনোনিত মেয়রদের জন্য বরাদ্দকৃত দলীয় ‘নৌকা’ প্রতীক দলের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডঃ আব্দুস সোবহান গোলাপের কাছ থেকে গ্রহন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক, চুনারুঘাটের কৃতি সন্তান মোঃ আরিফুল হাই রাজীব। গতকাল সোমবার রাত ১০টায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভা নেত্রীর কার্যলয় ধানমন্ডি থেকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শাহ্ আলম, ব্যারিস্টার মিহন প্রমুখ।