এম এ আই সজিব ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক গৃহবধুকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করেছে প্রতিপক্ষের লোকজন।
এব্যাপারে ওই গ্রামের মান্না মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার বাদি হয়ে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৩ নভেম্বর রাতে একই গ্রামের আলতাব আলী ভূইয়ার পুত্র আনসার আলী ভূইয়া (৫০), আব্দুস সাত্তারের পুত্র সায়েদ মিয়া (৪০), তারা মিয়ার পুত্র আপন মিয়া (৪০), ইউনুস আলীর পুত্র গিয়াস উদ্দিন (৩৭), মেম্বার কমলা বেগম (৪০) সহ ১০-১২ জন লোক ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এব্যাপারে ওই গৃহবধু বাঁধা দিলে তাকে পিঠিয়ে আহত করে। এরপর থেকে ওই মহিলাকে মামলা তুলে নিয়ে কমলা মেম্বারসহ তার দলবল ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন। তাদের বিরুদ্ধে পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।