এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না নামকস্থানে সিএনজি অটোরিকসার ধাক্কায় মোটর সাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এসময় দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। গতকাল সোমবার সকালে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, আজমিরীগঞ্জ বাজারের মোটর সাইকেল মেকানিক্স কাজল মিয়া (২৫) তার বন্ধু মিঠুন সরকার (২০) কে নিয়ে হবিগঞ্জ আসার পথে উলেখিতস্থানে পৌছলে পেছনের দিক থেকে একটি সিএনজি তাদের ধাক্কা দিলে সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজি আটক করলেও চালক পালিয়ে গেছে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।