তোফাজ্জল হোসেন : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট এশিয়ান হাইওয়ে রোড শাহজীবাজার দরগা গেইট বাস ষ্ট্যান্ড থেকে ফতেহপুর হয়ে সরাসরি শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রবেশ পথে একটি ব্রীজ অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে যা অভিলম্বে মেরামত না হলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।
এই ব্রীজ দিয়ে দৈনিক অত্র এলাকায় বিভিন্ন যানবাহন যাতায়াত করে। অন্য কোন বিকল্প রাস্তা না থাকায়, এই ব্রীজ দিয়ে অনেক ঝুঁকি নিয়ে দৈনিক যানবাহন যাতায়াত করে।
তাই আমাদের এই সমস্যা শীঘ্রই সমাধানের জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি এবং তাদের দৃষ্টি আর্কষণ করছি যত তাড়াতাড়ি সম্ভব এই ঝুঁকিপূর্ণ ব্রীজটি নির্মাণ করার জন্য নির্বাহী প্রকৌশলী (এলজিএইডি), হবিগঞ্জ বরাবর আবেদন জানাচ্ছি।