মোঃ রহমত আলী ॥ বাংলাদেশে বাম আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাবেক ডাকসুর ভিপি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণ নাশের হুমখির প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রাশ করা হয়েছে।
গত ৪ঠা ডিসেম্বর শুক্রবার মিশন জিহাদের নায়েবে আমীর পরিচয় দানকারী জঙ্গীগোষ্ঠী হত্যার হুমকী দেয়। কমরেড সেলিমকে হত্যার হুমকীর তীব্র নিন্দা ও ক্ষোভ জানান হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদ কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ শাখার সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী শিবলী, গণজাগরণ মঞ্চ হবিগঞ্জ এর অন্যতম সংগঠক হুমায়ুন খান, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য মাহমুদা খাঁ।
নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন মেহনতি মানুষের মুক্তির লড়াই সংগ্রামকে ধ্বংস করার লক্ষ্যে সাম্প্রদায়িক গোষ্ঠী এই হত্যার হুমকী দেয়। গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আন্দোলনকে হুমকী ধমকি দিয়ে ধ্বংস করা যাবে না।
দেশের সকল বামপন্থী আন্দোলনের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে। অনতিবিলম্বে হুমকী দাতাকে গ্রেফতারের দাবী জানানো হয়। এছাড়া তাহার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।