ক্রীড়া প্রতিবেদক : ২০১১ সালে বল মাথায় ১৫.২ কিলোমিটার হেঁটে রেকর্ড গড়েছিলেন আব্দুল হালিম। সেটি এখনো অক্ষুন্ন রয়েছে। গেল মাসে আরেকটি নতুন রেকর্ডের জন্য গিনেস বুক কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণাদি জমা দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ৬ থেকে ১২ সপ্তাহের মধ্যে আরো একটি রেকর্ড হালিমের নামের পাশে শোভা পাবে।
তবে এখানেই থেমে থাকছেন না তিনি। আরো কয়েকটি রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছেন হালিম। বর্তমানে তিনি নিজ জেলা মাগুরায় থাকলেও বসে নেই। অনুশীলন করে যাচ্ছেন নতুন কিছু রেকর্ডের জন্য।
শনিবার তিনি বল মাথায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। পাশাপাশি ১২ ঘন্টা বল মাথায় রেখেছেন। তিনি শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে হাঁটতে শুরু করেন। দুপুর ২টায় হাঁটা শেষ করেন। এই সময়ের মধ্যে তিনি বল মাথায় ২৫ কি.মি. হাঁটেন।
এরপরও অবশ্য বল মাথা থেকে নামাননি। রাত ৯টা ২৫ মিনিটে তিনি বল মাথা থেকে নামান। এর মধ্য দিয়ে ২৫ কিলোমিটার হাঁটার পাশাপাশি ১২ ঘন্টা বল মাথায় রাখেন।