এম এ আই সজিব ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৭ জনের মনোনয়নপত্র গ্রহণ ও ১ জনের বাতিল করা হয়েছে। গতকাল রবিবার ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রির্টানিং অফিসার ও উপজেলা নিবার্চন কর্মকর্তা এমদাদুল হক মনোনয়ন যাচাই বাছাই শেষে এ তথ্য জানান।
যাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী এডভোকেট আবু নাইম মোঃ শিবলী খায়ের, স্বতন্ত্রপ্রার্থী আমিনুর রশীদ এমরান, ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান ও আব্দুল কাইয়ূম। এছাড়া পিপলস্ পার্টির আব্দুল কাদিরের মনোয়নপত্র বাতিল করা হয়।
রিটার্নিং অফিসার শফিউল আলম বলেন যাদের বাতিল করা হয়েছে, তারা তিনদিনের ভেতরে আপিল করতে পারবেন এবং নির্বাচনের ২১ দিন আগ থেকে প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনে আচরণবিধি লংঘণ করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আগামী ১৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন এবং ১৪ ডিসেম্বর ১১ টায় মেয়রদের প্রতীক বরাদ্ধ করা হবে এবং ১২ টায় কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হবে।
এছাড়া শায়েস্তাগঞ্জের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ছালেক মিয়া, বিএনপি মনোনিত এফ আহমদ অলি, স্বতন্ত্র প্রার্থী হাজী আব্দুল মজিদ, আতাউর রহমান মাসুক, জালাল উদ্দিন রুমি, মোঃ রকিব আহমদের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে।