মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।। লহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বসত ঘরে ঢুকে পড়লে এতে একজন নিহত ও তিন জন আহত হয়। শনিবার সন্ধ্যায় নাসিরনগর কুন্ডা সিএনবি পাড়ায় এ দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, ফান্দাউক থেকে ধান বোঝাই একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট-১১-২৭০২) নাসিরনগর-সরাইল সড়কে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে কুন্ডা সিএনবি পাড়ার ফরিদ খন্দকারের বসত ঘরে ঢুকে পড়ে। এসময় ঘরের ভিতরে থাকা ফরিদ খন্দকারের মেয়ে সুরাইয়া বেগম(৩২) ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় শিরিনা বেগম(৩৫)সহ ৩ জন। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।