এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর কোর্টে বিভিন্ন মামলার আলামত জব্দকৃত মূল্যবান যানবাহন দীর্ঘদিন খোলা আকাশে নিচে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। আইনী জটিলতার কারণে যানবাহনের মালিকরা এগুলো যথা সময়ে নিতে পারছেন না।
এতে করে একদিকে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে মামলা নিষ্পত্তি না হওয়ায় মালিকরা পড়ছেন বিপাকে। সূত্র জানায় বিভিন্ন সময় হবিগঞ্জ জেলার বিভিন্ন থানাগুলোতে পুলিশ সিএনজি অটোরিক্সা, পিকআপ ভ্যান ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন জব্দ করে কোর্টে প্রেরণ করে।
কিন্তু এসব জব্দকৃত যানবাহন রাখার কোন ব্যবস্থা না থাকায় খোলা আকাশের নীচে রাখা হয়েছে। রোদ, বৃষ্টি, অযন্ত্র আর অবহেলায় এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে জব্দকৃত বেশ কিছু মোটর সাইকেল কোর্ট হাজতে রাখা হয়েছে। ফলে আসামী আনা-নেয়ার ক্ষেত্রে ব্যাঘাত সৃস্টি হচ্ছে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় এগুলো খোলা আকাশের নিচে পড়ে রয়েছে।