এম এ আই সজিব ॥ শায়েস্তাগঞ্জের সুতাং বাজার থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তারা হল সুরাবই গ্রামের নুর মিয়ার পুত্র আবুল কালাম আজাদ (৩০) ও চরনুর আহম্মদ গ্রামের শুকুর আলীর পুত্র ফারুক মিয়া (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সুতাং বাজার এলাকায় অভিযান চালিয়ে মদপান করে মাতলামি করার সময় তাদেরকে আটক করে।