এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
বাহুবল উপজেলার বাগপাশা গ্রামে শ্বশুর বাড়ির বন্দিশালা থেকে আহত অবস্থায় এক সুন্দরী গৃহবধুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ওই গ্রামের আব্দুস সহিদের কন্যা আহত জোসনা বেগম (২৫) জানান, ৮ বছর পূর্বে একই গ্রামের আমির উদ্দিনের পুত্র মাসুক মিয়া (৩০) এর সাথে প্রেমের সম্পর্ক থাকায় মাসুকের পরিবারের অমতে এফিডেভিটের মাধ্যমে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। শ্বশুর বাড়িতে স্থান না হওয়ায় স্বামীকে নিয়ে মিরপুর বাসা ভাড়া করে বসবাস করে। তাদের কোলজুড়ে ৩টি পুত্রসন্তান জন্ম গ্রহণ করে। দুই মাস আগে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে তার উপর নির্যাতন চালায়। এর ফাঁকে মাসুক পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। মাসুক ও তার পিতা আমির আলী প্রায়ই জোসনাকে ২য় বিয়ের অনুমতি দিতে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করেও জোসনা অনুমতি দেয়নি। গত বৃহস্পতিবার রাতে আমির আলী ও মাসুক জোসনার উপর অমানসিক নির্যাতন চালায়। কিন্তু ২য় বিয়ের অনুমতি না দিলে তার মাথায় আঘাত করে একটি ঘরে হাত পা বেধে বন্দি করে রাখে। কৌশলে সকালে জোসনা ফোনে তার পরিবারকে বিষয়টি জানায়। তার পরিবারের লোকজন এসে জোসনাকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পিতা-পুত্র আত্মগোপন করেছে।