হবিগঞ্জ: হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
সভায় জানানো হয় ১৫ ডিসেম্বর দুপুর ২টায় জেলা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন ময়দান থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করবে। র্যালি এবং বিজয় দিবসের অন্যান্য কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হয়েছে।
সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, মোহাম্মদ আলী টিপু, মোঃ আরব আলী, এডভোকেট আবুল ফজল, আলমগীর চৌধুরী ও মুকুল আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, আওয়ামী লীগ নেতা দেওয়ান শাহ্ নেওয়াজ মিলাদ গাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বেনু, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত প্রমুখ।