হামিদুর রহমান,মাধবপুর থেকে-: উৎসব মূখর পরিবেশে মাধবপুর পৌরসভায় ২ জন মেয়র, ৩১জন কাউন্সিলর ও ৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।
বৃহস্পতিবার রির্টানিং অফিসার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের কাছে বর্তমান মেয়র ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিরেন্দ্র লাল সাহা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান মানিক মনোনয়নপত্র জমা দেন।
সংরক্ষিত ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাহা বানু, মোছাঃ মাহমুদা বেগম, মোছাম্মদৎ দিলোয়ারা আক্তার হেনা ও রোজিনা আক্তার শিকদার ,২নং ওয়ার্ডে বর্তমান মোছাঃ ইশরাত জাহান ডলি ও মোছাঃ শরিফা বেগম ৩নং ওয়ার্ডে বর্তমান স্বপ্না পাল ও অপু রানী পাল।
সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান গোলাপ খাঁন, মোঃ রফু মিয়া, মোঃ আবুল কাশেম ও আবুল কাশেম চৌধুরী, ২নং ওয়ার্ডে বর্তমান হরিদাস রায়, লিটন রায়, মোঃ আব্দুল হাকিম ও ফিরোজ মিয়া ৩নং ওয়ার্ডে বর্তমান মোঃ সামসুল আলম ও বাবুল হোসেন, ৪নং ওয়ার্ডে বর্তমান আবুল বাশার, মোঃ মনিরউদ্দিন পাঠান ও মোঃ উমর আলী ভুইয়া, ৫নং ওয়ার্ডে বর্তমান মোঃ এমদাদুর রহমান, মুখলেছুর রহমান,মোঃ লাল মিয়া ও ফিরোজ মিয়া ,৬নং বর্তমান সুরঞ্জন পাল, সুনীল চন্দ্র দাস ও বিশ্বজিত চন্দ্র দাস ৭নং ওয়ার্ডে বর্তমান দুলাল চন্দ্র মোদক, মোঃ আবুল খায়ের, অজিত কুমার পাল, সুজিৎ রায় ও মোঃ বাবুল মিয়া ৮নং ওয়ার্ডে বর্তমান বিমল চন্দ্র ঋষি ও শ্যামল চন্দ্র ঋষি, ৯নং ওয়ার্ডে বর্তমান মোঃ দুলাল খাঁ, মোঃ সেলিম মিয়া ও মোঃ গোলাম নূর মনোয়ন পত্র জমা দেন।