নিজস্ব প্রতিনিধি : মাধবপুরের জগদীশপুর ফরেস্ট অফিসের সামনে ম্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে লাল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত লাল মিয়া শায়েস্তাগঞ্জ লেঞ্জাপাড়ার ইব্রাহিম মিয়ার পুত্র।
সূত্র জানায়, ৯ সন্তানের জনক লাল মিয়া পরিবারের জীবিকা নির্বাহ করার জন্য কয়েক বছর আগে একটি ম্যাক্সি ক্রয় করে নিজেই হেলপারের দায়িত্ব পালন করে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করতেন। আর ড্রাইভার দিয়ে ম্যাক্সি চালাতেন। গতকাল দুপুরে মাধবপুর থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে জগদীশপুর ফরেস্ট অফিসের সামনে ম্যাক্সিটি পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাস দিতে গিয়ে ম্যাক্সিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে লাল মিয়া মারা যায়।