মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই-নাসিরনগর সরাইল মহা সড়কের বলভদ্র নদীর ব্রীজ গত ৮ অক্টোবর উদ্ভোধনের মাধ্যমে শরু হয় দুই জেলার সেতু বন্ধন। সিলেট-ঢাকার রাস্তা দুরত্ব কমে ৪৫ কিঃমিঃ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরও, ব্রীজের উপর দিয়ে সাধীনভাবে চলাচল করতে পারছে না সিএনজি অটোরিক্সা সহ দুই জেলার যান চলাচল গাড়ীগুলো। যার কারণে যোগাযোগ ব্যবস্থার কাংখিত সুূূূফল থেকে বঞ্চিত হচ্ছে দুই জেলার মানুষ। প্রতিদিন সেখানে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। সরেজমিনে গিয়ে দেখা যায় , লাখাই হতে সি এন জি ফান্দাউক ষ্ট্যান্ডে আসার পর প্রতিটি সিএসজি টাকা ছাড়া নাসিরনগরে যেতে দিচ্ছেনা স্থানীয় একটি চাদাঁবাজ চক্র। নাসিরনগরের দিকে যেতে চাইলেই প্রতি সি এন জি থেকে ২০০ টাকা চাদাঁ দাবী করছে তারা। মনে হয় যেন রাস্তাটা সরকারের কাছ থেকে লিজ নিয়েছে তারা। টাকা প্রদানে ব্যর্থ হলেই ফিরিয়ে দিচ্ছে যাত্রীবাহী সিএনজি। জানা গেছে স্থানীয় কিছু গডফাদারের নেত্রীত্বেই কিছু সংখ্যক লোক মিলে এ চাদাঁবাজি করছে । এতে বিরম্ভনার স্বীকার হচ্ছে দুই জেলার সাধারণ কিছু খেটে খাওয়া গাড়ীচালক সহ যাত্রী সাধারণ। এক পর্যায়ে চাদাঁবাজির ভুক্তভোগী রুদ্র বাংলার সাংবাদিক আব্দুল কাদের সেন্টু,সুশেন চক্রবর্তী, রুবেল মল্লিক সহ আরো অনেকেই জানায়, রির্জাভ গাড়ী পর্যন্ত আসতে দিচ্ছেনা টাকা ছাড়া। টাকা দিতে অস্বীকার করলে স্টেন্ডের চাদাঁবাজরা বিভিন্ন ভাবে হয়রানি করে।এমনকি শারিরীক ভাবে লাঞ্চীত করার ঘটনাও ঘটেছে।জানা গেছে চাদাঁবাজী বন্ধ ও সিএনজি চলাচলের জন্য নাসিরনগর অটোটেম্পু শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও করেছে। এহেন পরিস্থিতিতে সর্বসাধারণের দাবী যেন, যান চলাচলে ও যাত্রীদের নির্বিঘ্নে চলাচলে প্রশাসন একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহন করে