শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ডাকাতি ও নারী নির্যাতন মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পৃথক সময়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াসিনুল হকের নেতৃত্বে এসআই সানা উল্লাসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় নরসিংদী জেলার মনোহরদী থানায় দায়েরকৃত ডাকাতি মামলার পলাতক আসামী শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামের বাসিন্দা গাজী মিয়াকে (৪৫) তার বাড়ি হতে ও হবিগঞ্জ আদালতে দায়েরকৃত নারী নির্যাতন মামলার পলাতক আসামী নিশাপট গ্রামের বাসিন্দা শাহানুর মিয়াকে (৩৫) দাউদনগর বাজার থেকে গ্রেফতার করা হয়।