খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥
চুনারুঘাট পৌর নির্বাচনে মেয়র পদে ৪জন, কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল সকাল ১০টায় থেকে বিকাল ৫টায় পর্যন্ত উপজেলা নির্বাহি অফিসার ও রির্টানিং অফিসার এর কার্যলয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এদিকে জাতীয় পার্টি (জাপা)’র মনোনিত প্রার্থী আলহাজ্ব আসিফ ইকবাল দুলাল ৫টা ২৬ মিনিটে মনোনয়ন পত্র জমা দিতে গেলে তা নির্বাচন অফিসার গ্রহন করেন নি।
মেয়র পদে যারা মনোনয় পত্র জমা দিয়েছেন তারা হলেন- বিএনপি মনোনিত ও বর্তমান মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ সাইফুল আলম রুবেল, স্বতন্ত্র এস.কে ইফতেখারুল গনি ও পৌর জমায়তের সেক্রেটারী মীর সায়েব আলী।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড তাজুল ইলাম কাজল, সৈয়দ বজুলর রশিদ, মোঃ শামীম লস্কর, মোঃ ফারুক মিয়া, হাজী মোঃ আঃ রহমান, মোস্তাফিজুর রহমান তালুকদার, রমিজ আলী, ২নং ওয়ার্ড মোঃ তাজুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান, মোঃ ফারুক উদ্দিন, মোঃ আঃ রশিদ, মোঃ আকতার আলী, ৩নং ওয়ার্ড মোঃ রইছ উল্লা, মোঃ আহাদ আলী, মোঃ মারুফ মিয়া চৌধুরী, মোঃ রহম আলী, মোঃ রুশন আলী মীর, আঃ রহমান তালুকদার, ৪নং ওয়ার্ড মোঃ ইমদাদুল হক সেলিম, মোঃ হাবিব উল্লা, মোঃ আব্দুল শহিদ, অসিম কুমার দেব, মোঃ আব্দুল হক, মোঃ ইছাক মিয়া, ৫নং ওয়ার্ড সৈয়দ মাসুদুর রহমান, আঃ খালেক আলীই মিয়া, মোঃ ছিদ্দিক আলী, মোঃ মহিবুল হাসান, মোনায়েম চৌধুরী, ৬নং ওয়ার্ড মোঃ কদ্দুছ আলী, মোঃ শফিক মিয়া, মোঃ মরতুজ আলী, সোঃ আমির আলী, মোঃ আব্দুল জলিল, ৭নং ওয়ার্ড কামাল উদ্দিন মিলন, রুশন আলী, আরজু মিয়া, আছকির মিয়া ভান্ডারী, আলী, ৮নং ওয়ার্ড হরমুজ আলী, মোঃ ওয়াহেদ আলী, মোঃ লাল মিয়া, শেখ মোঃ সাইফুল ইসলাম, শফিক মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল হামিদ, আঃ হান্নান ও ৯নং ওয়ার্ড মোঃ ইউনুস আলী, মোঃ সামছুল হক, মোঃ কতুব আলী। সংরক্ষিত মহিলা প্রার্থীরা হচ্ছেন-মোছাঃ রাহেনা খাতুন, মোছাঃ শাহেনা খাতুন, মোছাঃ জেসমিন আক্তার, মীর সুফিয়া আমিন বেবী, মোছাঃ সেলিনা আক্তার, ফেরদৌস বকুল, মোছাঃ আমিনা খাতুন, মোছাঃ রোকেয়া হক, দীপ্তি রাণী দাস, মোছাঃ মাসকুর বেগম, মোছাঃ জেছমিন আক্তার, মোছাঃ আয়েশা আক্তার, মোছাঃ ছালেহা খাতুন।