এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে ৮ জন, শায়েস্তাগঞ্জে ৬ জন, চুনারুঘাটে ৪ জন, মাধবপুরে ২ জন ও নবীগঞ্জে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনিত প্রার্থী বরখাস্তকৃত মেয়র আলহাজ্ব জি কে গউছ, আওয়ামী লীগ মনোনিত যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জাতীয় পার্টির এডভোকেট আবু নাঈম শিবলী খায়ের, সতন্ত্রপ্রার্থী মিজানুর রহমান মিজান, আমিনুর রশীদ এমরান, ইসলাম তরফদার তনু, আব্দুল কাইয়ুম, আব্দুল কাদির।
শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনিত প্রার্থী বর্তমান মেয়র ফরিদ আহমদ অলি, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ ছালেক মিয়া, সতন্ত্র আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আতাউর রহমান মাসুক, রকিব আহমেদ ও জালাল উদ্দিন রুমি। চুনারুঘাটে বিএনপির মনোনিত প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামছু, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাইফুল আলম রুবেল, সতন্ত্র ইফতেখারুল গণি ও জামায়াত নেতা মীর ছাহেব আলী।
মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিরেন্দ্র লাল সাহা ও বিএনপি মনোনিত প্রার্থী হাবিবুর রহমান মানিক। নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বিএনপি মনোনিত প্রার্থী প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির মাহমুদ চৌধুরী, সতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম রানা ও জুবায়ের চৌধুরী।
হবিগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন, কাউন্সিলর ৫৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মহিলা কাউন্সিলর প্রার্থীরা হলেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা ও অর্পণা বালা পাল।