এসএম সুরুজ আলী : হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামে লম্পট প্রেমিকের প্রতারণার শিকার হয়ে লজ্জায় আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্রী। গতকাল সোমবার দুপুরে ওই গ্রামের সিদ্দিক আলীর কন্যা শারমিন আক্তার লিপি (১৮) এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে পুলিশ।
এলাকাবাসী সূত্র জানায়, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে লেখাপড়ার সুবাদে ছোট বহুলা গ্রামের বাসিন্দা সরকারি চাকুরিজীবী সিদ্দিক আলীর কন্যা শারমিন আক্তার লিপির সাথে একই গ্রামের সাজিদ মিয়ার পুত্র শাহীন মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কের সুবাদে তারা দু’জন একে অপরের সাথে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। এ বছর লিপি আক্তার ও শাহীন মিয়া একই সাথে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। গত ১৯ ডিসেম্বর হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে লিপি ও শাহীন।
এরই মধ্যে লিপির বাবা সিদ্দিক আলী তাকে বিয়ে দেয়ার জন্য বিভিন্ন স্থানে পাত্র দেখেন। এ খবর পেয়ে শাহীন মিয়া বরপক্ষের বাড়িতে গিয়ে তার সাথে লিপি আক্তারের প্রেমের সম্পর্ক রয়েছে এবং তার সাথে মোবাইলে যে আলাপ হতো তার রেকর্ড করা অংশ শুনিয়ে বিয়ে ভেঙ্গে দিতো শাহীন। সম্প্রতি শাহীন মিয়া মোবাইল ফোনে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। কিন্তু লিপির পরিবার তাতে সাড়া না দেয়ায় শাহীন মিয়া তার মোবাইল ফোনে লিপির ফোনালাপ গ্রামের লোকজনের মোবাইল ফোনে ছড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে শারমিন আক্তার লিপি। তার পরিবার জানায়, কয়েকদিন ধরে সে পরিবারের সদস্যদের সাথে ঠিকমত কথা বলত না। সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে বসে থাকত। গতকাল রবিবার রাতে পরিবারের লোকজনের অগোচরে গলায় ওড়না পেঁছিয়ে ঘরের তীরে সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে লিপি। সকালে ঘুম থেকে উঠে লিপি আক্তারের ছোট ভাই জয় ঘরের তীরের মধ্যে লিপির ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করে। তার মা-বাবাসহ অন্যান্য সদস্যরা গিয়ে লিপির ঝুলন্ত লাশ দেখে হবিগঞ্জ সদর থানা পুলিশকে অবগত করে। পরে সদর থানার এসআই মিন্টু দে’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে লিপির পিতা সিদ্দিক আলী জানান, শাহীনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি আত্মহত্যার জন্য শাহীনকে দায়ী করে তার বিচার দাবি করেন।