নিজস্ব প্রতিবেদক : পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগের পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড।মঙ্গলবার গণভবনে দ্বিতীয় দফায় বৈঠক করে আসন্ন পৌরসভা নির্র্বাচনে মেয়র পদে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা হয়।
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠক শেষে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের হাতে বিভাগওয়ারী একে একে মনোনয়নে প্রত্যয়নপত্র হাতে তুলে দেওয়া হয়।
দলীয় সূত্র থেকে পাওয়া পৌরসভার চূড়ান্ত প্রার্থীরা হলেন,
সিলেট বিভাগের:
সুনামগঞ্জে জগলুল,
ছাতকে আবুল কালাম চৌধুরী,
দিরাই পৌরসভায় মোশাররফ মিয়া,
মৌলভীবাজার সদরে ফজলুর রহমান,
কুলাউড়ায় শফি আহমেদ সোলায়মান,
বড়লেখায় আবু ইমাম মো. কামরান চৌধুরী,
নবীগঞ্জে অধ্যাপক তোফাজ্জল ইসলাম,
হবিগঞ্জে আতাউর রহমান সেলিম,
চুনারুঘাট সাইফুল ইসলাম,
মাধবপুর হিরেন্দ্রনাথ সাহা,
শায়েস্তাগঞ্জে ছালেক মিয়া,
সিলেটের জাকিগঞ্জে খলিল উদ্দিন,
কানাইঘাটে লুৎফুর রহমান,
গোলাপগঞ্জে জাকিরুল বাবুল,
মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়েল আহমেদ।