সৈয়দ শাহান শাহ পীরঃ আসন্ন ১৬ ডিসেম্বর অর্থ্যাৎ বিজয় দিবস উপলক্ষে সড়কে-সড়কে কোনো তোরণ নির্মাণ করা যাবে না বলে স্বরাষ্ট মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।
এ ছাড়া এ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে যারা, তারা এক সপ্তাহের পূর্বে অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কারণ নিরাপত্তার জন্যেই হবিগঞ্জ জেলাসহ সারাদেশে এ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। স্বরাষ্ট মন্ত্রণালয় বিজয় দিবস যেন স্বার্থক হয় এজন্যে রাজধানীসহ সারাদেশের অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা নিবে সরকার।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রি আসাদুজ্জামান খাঁন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহা পরিদর্শক, র্যাবের মহাপরিচালক এবং গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য তোরণ নির্মাণ না করে সড়কে শুধুমাত্র এক পাশে প্ল্যাকার্ড রাখা যাবে।