চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা রানীগাঁও ইউনিয়নের রানীগাও গ্রামের মাসুক মাষ্টার ও ‘দি নিউ ন্যাশন’ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক ফারুক মাহমুদ এর পিতা রইছ আলী ঠিকাদার (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না……. রাজীউন।
গতকাল বুধবার সকাল ৮টায় বার্ধকজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনীসহ অসসংখ্য আত্মীয় সজন রেখে গেছেন। ওই দিন ৩টায় স্থানী রানীগাও দাখিল মাদ্রসা ময়দানে নামাজে জানাযায় শেষে মহল্লার করবস্থানে দাপন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ এম আকবর হোসেন জিতু পিপি, সাবেক ইউপি চেয়ারম্যান নরুল মোনিম চৌধুরী ফারুক, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওঃ আলহাজ্ব মুসলিম খান, অধ্যক্ষ এ কে আফসার আহাম্মদ তালুকদার, মাওলানা রফিকুল ইসলাম জাফরী, মাদ্রসার সুপার কাউছার চৌধুরী, মাওলানা নিজাম উদ্দিন চৌধুরী উস্তার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহাম্মদ চৌধুরী, রিপোর্টাস ইউনিটির সেক্রেটারী মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাংবাদিক জুনাইদ আহাম্মদ, এসএম সুলতান খান, আলহাজ্ব এমএ আউয়াল, খন্দকার আলাউদ্দিন, ও এস.আর রুবেল, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক মোঃ কবির মিয়া খন্দাকার, সিনিয়র যুগ্ন-আহবায়ক এডঃ এসএম মাসুক মিয়া।
রইছ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার।