এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-পইল সড়কের এড়ালিয়া নামকস্থানে টমটম উল্টে সুরেন্দ চন্দ্র গোপ (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।
তিনি বারা পইত গ্রামের মৃত জয় চন্দ্র গোপের পুত্র। গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ শহর থেকে টমটমযোগে বাড়ি ফেরার পথে টমটমটি উলে-খিতস্থানে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় তিনি গুরুতর আহত হন।
তাকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুরেন্দ্র জানান টমটম চালক এসময় মোবাইল ফোনে কথা বলছিল।