এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে রাসেল (১৫) নামের এক জেএসসি পরীক্ষার্থী সাপের কামড়ে মৃত্যুপথযাত্রী। সে ওই গ্রামের আব্দুল হাইয়ের পুত্র। গতকাল বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় তাকে একটি বিষধর সাপ কামড়ে দেয়। এসময় সে যন্ত্রনায় ছটফট করতে থাকলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সে বাঘাসুরা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।